হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, বারহাট্টা (নেত্রকোনা) 

নেত্রকোনার বারহাট্টায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বারহাট্টা-মোহনগঞ্জ সড়কের বড়ি ও অতিথপুরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার মোহনপুর গ্রামের কোরবান আলীর ছেলে মর্তূজ আলী (৬৫) ও তারা মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রুবেল মিয়া ও মর্তুজ আলী মোহনগঞ্জ থেকে বারহাট্টার দিকে আসছিলেন। এ সময় মোহনগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারায়। আঘাতের কারণে রুবেল মিয়ার মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। 

নিহত তানভীর রুবেলের বন্ধু ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, রুবেল ফ্রিজের মেকানিক ছিলেন। আজ সন্ধ্যায় ব্যক্তিগত দরকারে মোটরসাইকেল ভাড়া নিয়ে মোহনগঞ্জ যেতে চায়। একা যেতে ভালো লাগবে না তাই মর্তুজ আলীকে সঙ্গে করে নিয়ে যান। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে দুটি পরিবারই এখন বিপদে পড়েছে। 

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান ঘটনার নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। এখন ড্রাইভারকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 

গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি

মুক্তাগাছায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত