হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলী নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আজ ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন। এ সময় জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।

আসামি স্বপন আলী মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর কেলাপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তাঁকে দণ্ডাদেশের পর কারাগারে পাঠানো হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আসামি স্বপন আলীর সঙ্গে কুষ্টিয়ার দৌলতপুরের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে গাংনী থানায় ডেকে নেন। সেদিন গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে রাতে আকুবপুর গ্রামের রফিকুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় গ্রহণ করেন। সেখানে প্রেমিকাকে ধর্ষণ করে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান স্বপন আলী।

পরদিন স্থানীয়দের সহযোগিতায় নিজ পরিবারের কাছে ফেরত পাঠানো হয় ধর্ষণের শিকার মেয়েটিকে। ২২ সেপ্টেম্বর ২০১৬ গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বপন আলী ও শাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে পুলিশ তদন্তে সাহারুল ইসলামের নাম বাদ দেয়।

এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

গাংনী সীমান্ত দিয়ে ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

ট্রাক্টরচাপায় প্রাণ গেল শিশুর

লাঠিখেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

গাংনীতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামেন স্থানীয়রা

ক্রেতা সেজে র‍্যাবের অভিযান, ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

প্রধান শিক্ষক ও ছাত্রীর অশ্লীল ভিডিও ভাইরাল, গাংনীতে তোলপাড়

গাংনী সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ