হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হত্যা মামলার ৪ দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের আদালতে মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ আদালতে মমতাজ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে হাজির করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কড়া পুলিশি পাহারায় তাঁকে মানিকগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাসের আদালতে তোলা হয়।

এর আগে প্রিজন ভ্যানে করে তাঁকে আদালত চত্বরে আনা হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে গত বছরের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২২ মে শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন রিমান্ড শেষে তাঁকে আদালতে উপস্থাপন করা হয়। পাশাপাশি হরিরামপুর থানায় আরেকটি মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওই মামলায় ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন। এই মামলার শুনানিতে ২২ মে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে মানিকগঞ্জের আদালত পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, দুপুরে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ সিঙ্গাইর থানার হত্যা মামলার চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় এবং হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডের জন্য তাঁকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি