হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় বাসচাপায় বাইক আরোহী তিন তরুণ নিহত

মাগুরা প্রতিনিধি 

মাগুরা হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে লাশ। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সদরের হাজীপুর ইউনিয়নের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা, লাল মিয়ার ছেলে রবিন ও শালিখা উপজেলার গজদুর্বা এলাকার রিজাউল ইসলামের ছেলে জিসান মোল্লা। সবার বয়স ১৮ এবং তাঁরা মাগুরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তিন তরুণ একটি মোটরসাইকেলে করে মাগুরা শহর থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মহিদুর মিয়া বলেন, ‘তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি মাগুরাগামী দ্রুতি পরিবহনের নিচে পড়ে যায়। বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে আরোহীরা ছিটকে পড়েন।’

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ মজুমদার জানান, দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুতি পরিবহনের বাসটি আটক করেছে। লাশগুলো সদর হাসপাতালের অস্থায়ী মর্গে আনা হয়েছে।

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু