মাগুরায় ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে সেতু (৩৫) নামের এক নারী ও তাঁর ৮ মাস বয়সী কন্যাশিশু আনিসার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুজন ওই গ্রামের কৃষক আওয়াল হোসেনের স্ত্রী ও কন্যা।
জানা গেছে, রাইসকুকারে পরিবারের জন্য ভাত রান্না করতে গিয়ে ওই মা ও শিশু বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। স্বজনেরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বলেন, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুল শেখ ওহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।