প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গাত্মকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় মাহবুব শিকদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাগুরার শালিখা থানার পুলিশ। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহাবুব শিকদার শালিখা ইউনিয়ন বিএনপির সভাপতি ও শালিখা ইউপি চেয়ারম্যান হুসাইন শিকদারের বড় ভাই।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মাহাবুব শিকদারকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।