হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ২৩ এপ্রিল বিচারের জন্য অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ রোববার সকালে মাগুরার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্রের ওপর শুনানি হয়। শুনানিতে অভিযুক্ত হিটু শেখসহ গ্রেপ্তার সব আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক এম জাহিদ হাসান অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে ২৩ এপ্রিল দিন ধার্য করেন।

গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে জমা দেওয়া হয়। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিন সর্দার অভিযোগপত্র জমা দেন।

বড় বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরে গত ৬ মার্চ আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় বড় মেয়ের শ্বশুর, তাঁর স্ত্রী ও তাঁদের দুই ছেলে। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে বিক্ষোভ হয়।

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু