হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় পুকুরে বস্তাবন্দি টুকরো মরদেহ, নিখোঁজ মাথা-পা

প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় মো. আজিজুর রহমান (৩০) নামে একজনের দুই টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিনোদপুরের কালুকান্দির মতিয়ার মোল্লার পরিত্যক্ত পুকুর থেকে দেহ ও একটি পা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই যুবকের একটি পা ও মাথা এখনো নিখোঁজ রয়েছে।

নিহত আজিজুর রহমান শালিখা উপজেলার সংকোচ খালি গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

জানা যায়, আজ সকালে ওই পরিত্যক্ত পুকুর পাড়ে গাছে পাতা ঝাড়ু দিতে গেলে প্রথমে মতিয়ার মোল্লার স্ত্রী রক্তমাখা বস্তা দেখতে পায়। পরে তিনি স্থানীয় লোকজন ও পুলিশে খবর দেয়। পুলিশ এসে বস্তা খুললে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় হাত বাঁধা দেহ ও একটি পা পাওয়া যায়।

পরে মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত করেছেন তাঁর ছোট ভাই হাবিবুর রহমান। লাশের পরনের কালো প্যান্ট ও নীল রঙের শার্ট দেখে তাঁকে চিনতে পারেন হাবিবুর।

হাবিবুর রহমান বলেন, 'মাগুরা সদরের ইছাকাদা গ্রামে আলতাব উদ্দিনের মেয়েকে বিয়ে করেন আজিজুর। তাঁর চাচাতো শ্যালকদের সঙ্গে শত্রুতা ছিল। তাঁরাই এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।'

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, একটি বস্তাবন্দী পলিথিনে মোড়ানো হাত বাঁধা লাশ পড়ে আছে বলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর একটি পা ও মাথা এখনো উদ্ধার হয়নি। পুলিশ পা ও মাথা উদ্ধারের চেষ্টা করছে এবং কী কারণে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু