হোম > সারা দেশ > মাগুরা

ভাঙা সেতুর কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি, পুড়ল ৬ ঘর

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে আমুড়িয়া গ্রামে গতকাল বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই গ্রামের রবিউল ইসলাম, আঞ্জুমান আরা, আরব আলী ও জিয়ারুল ইসলাম নামের তিন কৃষকের ৬টি ঘর পুড়ে গেছে। স্থানীয় একটি ব্রিজ ভাঙা থাকার কারণে সময়মতো ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে না পারায় ক্ষয়ক্ষতি আরও বেশি হয়েছে বলে জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষক জিয়ারুল ইসলাম জানান, রাত ১টার দিকে গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে ভয়াবহ আগুন ছড়িয়ে পরে। এ সময় কৃষক রবিউল, তার মা আঞ্জুমান আরা, আরব আলী ও জিয়ারুল ইসলামের বসতভিটাসহ মোট ৬টি ঘর পুড়ে যায়। এ সময় গোয়ালে রাখা রবিউল ইসলামের ২ লক্ষাধিক টাকা মূল্যের ১টি বিদেশি গরু ও একটি ছাগল মারা যায়। এ ছাড়া তিন পরিবারের ৬টি ঘর পুড়ে কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। 

এই ঘটনার সময় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলের গাড়ি গিয়ে আমুড়িয়া বাজারের উত্তর দিকে নির্মাণাধীন ব্রিজের কারণে গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। এর ফলে তাদের ক্ষয়ক্ষতি আরও বেড়ে গেছে বলে জানান মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোহাগ উজ্জামান।

কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপ জানান, আগুনের পরিমাণ বেড়েছে কারণ ঠিক সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। আগুনের গাড়ি ঘটনাস্থলে যাওয়ার জন্য আমুড়িয়া বাজারের উত্তরপাশে পৌঁছে। কিন্তু নির্মাণাধীন সেতুটির পাশ থেকে প্রয়োজনীয় ডাইভারশন সড়ক না থাকায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সময়মতো সেখানে যেতে পারেনি।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু