প্রতিনিধি, শালিখা, (মাগুরা)
মাগুরার শালিখায় বিদ্যুতায়িত হয়ে নুরবানু (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরবানু রামকান্তপুর গ্রামের খালেক বিশ্বাসের স্ত্রী।
পরিবারসূত্রে জানা যায়, শোয়ার ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহাবুব বলেন, এ ব্যাপারে শালিখা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।