হোম > সারা দেশ > মাগুরা

টাকার প্রলোভন দেখিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে টাকার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বীরেন বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। দুই দিন পর ওই ঘটনা জানতে পেরে গতকাল মঙ্গলবার ছাত্রীর পরিবার মহম্মদপুর থানায় মামলা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়। তিনি বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ওই ছাত্রীর বাবা আজকের পত্রিকাকে জানান, শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বীরেন বিশ্বাস টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তাঁর মেয়েকে নিয়ে যান। এক বছর আগে বীরেনের স্ত্রী মারা গেছেন। ফাঁকা বাড়িতে কেউ না থাকায় তাঁর মেয়েকে ধর্ষণ করেন বীরেন। দুই দিন পরে অসুস্থ হলে তাঁর মেয়ে ঘটনাটি জানায়। এরপর গতকাল বিকেলে ওই ছাত্রীর বাবা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই ছাত্রীর মা বলেন, ‘বীরেন আমার মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে বেশ কয়েক দিন ধরে ধর্ষণ করে আসছেন। আমাদের মেয়ে ভয়ে প্রথমে আমাদের জানায়নি।’

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু