হোম > সারা দেশ > মাগুরা

প্রধানমন্ত্রীকে এসএমএস করে ঘর পেলেন বাবু

মাগুরা প্রতিনিধি

মাগুরা আদর্শ কলেজের একাদশ শ্রেণির ছাত্র বাবু মিয়া। বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে মাকে অমানুষিক খাটুনি করতে দেখছেন তিনি। দেখেছেন নানাবাড়িতে একটা খুপরি ঘরে কোনোমতে চার ভাইবোনকে নিয়ে বাস করতে। সেই ঘরের দরজা ভাঙা। জানালার ফাঁক গলে ভেতরে ঢোকে কুকুর-বিড়াল। ঝড়-বৃষ্টিতে টিনের চালের ফুটো দিয়ে পানি গড়িয়ে ভিজে যায় বিছানা-বালিশ। এসব কষ্টের কথা, মায়ের সংগ্রামের কথা, অন্যের বাড়িতে বসবাসের গ্লানির কথা লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন বাবু। তাঁর সেই খুদে বার্তায় সাড়া দিলেন প্রধানমন্ত্রী। বাবু মিয়া পেলেন একটি পাকা ঘরসহ দুই শতক জমি।

গত শনিবার বিকালে মাগুরার হাজরাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় দুই শতক খাসজমিতে নির্মিত দুই কক্ষের টিনশেডের ঘর দেওয়া হয় তাঁকে। জেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাবু মিয়ার কাছে বাড়ি ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়।

আজকের পত্রিকাকে বাবু বলেন, ‘আমার বাবার কোনো জায়গা-জমি না থাকায় আমরা পারিবারিকভাবে ভূমিহীন ছিলাম। অন্যের বাড়িতে একটা ঘরে আর থাকা যাচ্ছিল না। তাই অনেক কষ্ট করে প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর জোগাড় করে বাড়ি চেয়ে এসএমএস পাঠাই। প্রধানমন্ত্রী আমার এসএমএসে সাড়া দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন।’

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু