হোম > সারা দেশ > মাগুরা

মাগুরা মেডিকেল কলেজ একীভূত হচ্ছে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি 

মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

মাগুরা মেডিকেল কলেজ অন্য কলেজের সঙ্গে একীভূত হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন শেষে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস সচিব বলেন, ‘ছয়টি মেডিকেলের বিষয়ে সরকার আসলে সিদ্ধান্ত নিতে চাইছে খরচ কমানোর জন্য। কারণ, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ শুধু গুম–খুন করেছে, লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছে, তারা পালিয়ে যাওয়ার পর দেশকে ঋণী করে গেছে। আমরা সেখান থেকে ওঠার চেষ্টা করছি। খরচ কমাতে গিয়ে আমরা ভাবছি মেডিকেল কলেজগুলোকে কী করা যায়। এই অবস্থায় আমি মাগুরা মেডিকেল কলেজের বিষয় তুলে ধরেছি। রাজশাহী মেডিকেল কলেজের অধীনে যে কয়টি মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে তিনবার ফলাফলে মাগুরা মেডিকেল কলেজ প্রথম হয়েছে। এটা খুবই ভালো কথা। সব দিক দিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা মেডিকেল কলেজ আপাতত মার্জ (একীভূত) হচ্ছে না।’

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে দেখা করেন। মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয়ে তাঁকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পরিদর্শনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সচেতন লোকজন উপস্থিত ছিলেন।

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক