হোম > সারা দেশ > মাগুরা

তরুণদের দুইটা করে ভোটের সুযোগ থাকলে আমার টেনশন ছিল না: সাকিব আল হাসান

মাগুরা প্রতিনিধি

‘তরুণরা আমাকে পছন্দ করে। তাদের দুইটা করে ভোট দেওয়ার সুযোগ থাকলে তারা অনেক বেশি ভোট দিত, আমার টেনশনের কারণ ছিল না’— বলে মনে করেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারী)  রাতে প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব। জেলার জামরুলতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তরুণ প্রজন্ম বেশি সাড়া দিয়েছেন জানিয়ে সাকিব বলেন, ‘তরুণদের নিয়ে খুব আশাবাদী। তারা আমাকে খুব পছন্দ করেছে। তাদের যদি দুইটা করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হতো তাহলে তারা অনেক বেশি ভোট দিত। আমার টেনশনের কারণ ছিল না।’

সর্বোচ্চ ভোটের আশাবাদ ব্যক্ত করে সাকিব বলেন, ‘অনেকে মাগুরার বাইরে থাকে। অনেক কারণে হয়তো তারা আসতে পারবে না। তাই যারা মাগুরায় আছে তারা আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’
 
সাকিব বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তখন তো সবার জন্যই কাজ করব। দলমত-নির্বিশেষে আমাকে সবাই ভোট দেবে বলে আমি আশা করি।’

জাতীয় দলের ক্রিকেট দলের খেলোয়াড়দের মাগুরা আসার বিষয়ে সাকিব বলেন, ‘তাদের আমি কাউকে আসতে বলিনি। বেশিরভাগ এসেছে আমাকে ভালোবাসে তাই। আমার সঙ্গে অনেকে অনেক দিন খেলছে। সেই টানে মাগুরায়। আমি ফোন করে কাউকে মাগুরায় আসতে বলিনি।’

ভোটারের থেকে সেলফি শিকারি বেশি কি না— প্রশ্নে সাকিব আল হাসান বলেন, ‘যারা সেলফি তুলেছে তারা যদি ভোটারও না হন, তবে তাদের মা বাবা তো ভোটার। সে ক্ষেত্রে একদিকে ভোটের জন্য ভালো কিছু হয়েছে।’

সাকিব বলেন, ক্রিকেটার হিসাবে সাধারণ মানুষের সঙ্গে মেশা হয়নি। কিন্তু রাজনীতির মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে মিশছি, মানুষ আমাকে দেখছে, একটা পরিবর্তন দেখছে মানুষ।, 

জেলা আওয়ামী লীগ সুসংগঠিত আছে জানিয়ে সাকিব আল হাসান বলেন, ‘আমার তাই মনে হয়েছে। বর্তমান সংসদ সদস্য শিখর ভাই ছিলেন তিনিও আওয়ামী লীগের মানুষ। আমি যা বুঝি এটা দলের বিষয়। দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই কাজ করে যেতে হবে। ক্রিকেট মাঠে আমি এমনই দেখেছি। আওয়ামী লীগের মতো বড় দলের কাছে আমি সব সময় সহযোগিতা পেয়ে আসছি।’

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু