মোবাইল গেম খেলতে না দেওয়ায় মাগুরার মহম্মদপুরে তহমিনা খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের ইশারত মোল্লার মেয়ে। সে চালিমিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ইশারত মোল্লা জানান, শুক্রবার সকালে তহমিনাকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনেরা। পরে তাঁর ওড়না কেটে বিছানায় নামানো হয় তার লাশ। তিনি বলেন, কয়েক দিন তার মা মোবাইলে গেম খেলতে নিষেধ করেন ও মোবাইল কেড়ে নেয়। এরপর থেকে তহমিনা ভাত খাওয়া বন্ধ করে দেয়। পরে মার সঙ্গে মনোমালিন্য হয়। এরপর শুক্রবার এ ঘটনা ঘটে।
বাবুখালী ক্যাম্পের এসআই মো. সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।