হোম > সারা দেশ > মাগুরা

মহম্মদপুরে বিয়ের ১৯ দিন পর যুবকের আত্মহত্যা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে বিয়ের ১৯ দিন পর গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা খবর পাওয়া গেছে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ওই যুবকের নাম মো. শহিদুল্লাহ (৩৩)। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামের মৃত. তবিবার মোল্যা ছেলে। পেশায় শহিদুল্লাহ একজন পাট ব্যবসায়ী ছিলেন।

মৃত্যুর আগে তিনি একটি চিঠি লিখে গেছেন। চিঠির বরাত দিয়ে ছোট ভাই মাসুদ রানা জানান, তাঁর ভাই চিঠিতে লিখেছেন মৃত্যু জন্য কেউ দায়ী নন। তাঁর ব্যবসার টাকা দ্রুত যেন ভাই-বোনদের বুঝিয়ে দেওয়া হয়। তাঁকে যেন দ্রুত দাফন করা হয়।

শহিদুল্লাহর ভাই মো. মাসুদ রানা জানান, গত ২৩ সেপ্টেম্বর পরিবারের পছন্দে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের বেথুরি গ্রামের খবির হোসের মেয়ের সঙ্গে বিয়ে হয়। গত ৬ অক্টোবর স্ত্রীর সঙ্গে তাঁর শ্বশুর বাড়িতে যান। এর দুই দিন পর তিনি বাড়িতে ফিরে আসেন। গত রাতেও তাঁর ভাই ক্যারমবোর্ড খেলেছে। কিন্তু কী কারণে রাতে বাড়ি এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে সকালে মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, আপাতত মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু