হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় সাকিব আল হাসানের বাবার বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

মাগুরায় সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুম রেজা কুটিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করা হয়। জুলাই ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুম রেজা কুটিলসহ ৭৯ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়।

এ ছাড়াও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ১৮ মে মামলাটি করা হয়েছে। বিষয়টি জানাজানি হয় সোমবার (২৬ মে)।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলা বাদী মো. আবু তাহের (৩১)। তিনি সদর উপজেলার পাথরা গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে বিএনপির একজন কর্মী এবং ওই কার্যালয়ের ‘তত্ত্বাবধায়ক’ পরিচয় ১৮ মে মামলা করেন। আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে মামলার তদন্ত চলছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছে জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান তুহিনের নাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসানের বাবা নিজে উপস্থিত থেকে আসামিদেরকে দিয়ে ৪ আগস্ট বেলা ৩টার দিকে হাতবোমা, পিস্তল, শটগান, বন্দুক, রামদা, ছ্যানদা, চাপাতি, চায়নিজ কুড়াল, লোহার রড, শাবল নিয়ে শহরের ইসলামপুরপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালান।

আসামিরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

এ সময় কার্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মাগুরা জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোরের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তাঁরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী বলে মামলায় বলা হয়েছে।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু