হোম > সারা দেশ > মাগুরা

দাওয়াত না দিয়ে বাড়ির সামনে বিয়ের গেট, সংঘর্ষে আহত ১০

মাগুরা প্রতিনিধি 

খুলে ফেলা হচ্ছে বিয়ের গেট। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় বিয়ের গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সদর উপজেলার বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তাঁর সমর্থকদের দাওয়াত না দেওয়ায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সোমবার বিয়ে শেষ হওয়ার পর আজ সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, তাঁরা বিয়ের দাওয়াতের বিষয়ে কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথাকাটাকাটি হয়। এতে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডোকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. ইমরুল বলেন, ‘সকালে ঘটনার পর পর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।’

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু