হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় বাস-অটোভ্যানের সংঘর্ষ, নিহত ২

মাগুরা প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন।

আজ রোববার (১৩ জুলাই) সকালে মাগুরা সদর উপজেলার আলমখালী রামনগর এলাকার ঢালব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম সাগর হোসেন (৩০)। তিনি সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে।

অপর নিহত রেশমা খাতুন (৩৫) ঝিনাইদহ সদর উপজেলার দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান হাটগোপালপুর যাচ্ছিল। পথে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাগরের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় বিকেল সাড়ে ৪টায় মারা যান রেশমা খাতুন। আহত ব্যক্তিরা মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) ও সামিহা (৩০)।

অন্য আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিকেলের মধ্যে বাড়ি ফিরে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রুহুল আমীন জানান, সড়কের মাঝে উঠে আসা ভ্যানটিকে এড়াতে না পেরে বাসটি সজোরে ধাক্কা দেয় এবং দুর্ঘটনাটি ঘটে। নিহত একজনের মরদেহ মাগুরা সদরে ও অপরজনের মরদেহ ঝিনাইদহে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারকাজ শেষপর্যায়ে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে পুলিশ।

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু