হোম > সারা দেশ > মাগুরা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাটাশ্রমিকের 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বাসের সঙ্গে ইটবোঝাই স্যালো ইঞ্জিনচালিত নাটা গাড়ির সংঘর্ষে সজীব বিশ্বাস নামের এক শ্রমিক (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের জাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজীব শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকার ওয়াজেদ আলীর ছেলে। তিনি ওই নাটা গাড়ির চালকের সহকারী হিসাবে বাগবাড়িয়া এলাকায় ইটের ভাটায় কাজ করতেন। 

এ ঘটনায় আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোহাগ উজ্জামান জানান। 

মাগুরার হাইওয়ে রামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ঢাকাগামী একটি পরিবহন সদরের জাগলা বাজার এলাকায় এলে নাটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন বেশ কয়েকজন। তবে নাটা গাড়ির এক শ্রমিককে হাসপাতালে নিলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু