হোম > সারা দেশ > মাগুরা

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

মাগুরা প্রতিনিধি 

মাগুরা সদরে ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরে বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিপণন বিভাগ। এ সময় অবৈধভাবে বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, শরীফ ড্রামের তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন সিল লাগিয়ে বাজারজাত করছিলেন, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাগুরার মুদিদোকানিরা জানান, রোজার শুরুতে শরীফ পরিবেশক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করেছেন। কেউ যেন ভেজাল তেল বিক্রি না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন।

মাগুরা সদরে ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমানের (লাল চিহ্ন) ভেজাল তেলের কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

ব্যবসায়ীদের অভিযোগ, শরীফ ব্যবসায়ী নেতা হওয়ার কারণে অনেকেই তাঁর অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। তিনি দীর্ঘদিন ধরে এমন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

জানতে চাইলে শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সয়াবিন তেলের মোড়কে বিএসটিআইয়ের সিল ছিল কিন্তু কাগজপত্র ছিল না বলে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আমি অন্য সব নিয়ম পালন করেছি।’

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, তিনি (শরীফ) অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে খোলা সয়াবিন তেলে বোতলে ভরে বাজারজাত করছেন, যা আইনত অবৈধ। যে কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু