মাগুরা০২ আসনের সংসদ সদস্য এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার কোনও প্রকার উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। রাতে ফল পজিটিভ আসে।
শ্রী বীরেন শিকদার শারীরিকভাবে সুস্থ আছেন এবং তাঁর শরীরে করোনার কোনো সমস্যা নেই। তার পরও ডাক্তারের পরামর্শে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শিশির সরকার। তিনি জানান, শারীরিকভাবে তাঁর (ড. শ্রী বীরেন শিকদার) তেমন কোনো জটিলতা নেই। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।