হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় যুবককে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, থানায় মামলা

মাগুরা প্রতিনিধি 

মাগুরা সদরে চিকিৎসাধীন কমিরুল মোল্যা। আজ সোমবার সকালে তোলা ছবি। ছবি: আজকের পত্রিকা।

মাগুরার মহম্মদপুরে কমিরুল মোল্যা (৩০) নামের এক যুবককে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার কমিরুলের ভাই জমিরুল মোল্যা মহম্মদপুর থানায় মামলাটি করেন। মামলায় রাড়ীখালী উত্তরপাড়ার আবদুল্লাহকে (৩২) প্রধান আসামি করা হয়েছে।

ভুক্তভোগী কমিরুল মোল্যা (৩০) উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে। গত বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলার রাড়ীখালী উত্তরপাড়া এলাকায় তাঁকে জ্যান্ত কবর দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন কমিরুল মোল্যা জানান, ঘটনার দিন দুপুরে রাড়ীখালী বাজারের পথে গেলে আবদুল্লাহ তাঁকে ডেকে বাঁশ কাটতে সহায়তা চান। সেখানে পৌঁছালে হঠাৎ গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। অচেতন হলে তাঁকে মৃত ভেবে মাটিচাপা দেওয়া হয়। তবে তাঁর পা দুটি বাইরে থাকায় স্থানীয় এক শিশু বিষয়টি দেখে স্বজনদের খবর দেয়। পরে তাঁকে উদ্ধার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাচেষ্টা চালানো হয়েছে। কমিরুলের অভিযোগ, গত বছর আগস্টে এক রাজনৈতিক বিতর্কে জড়ানোর পর থেকে আসামিদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক জানান, শ্বাসরোধের কারণে কমিরুলের গলায় ব্যথা রয়েছে এবং চোখে রক্ত জমাট বেঁধেছে। তাঁকে চক্ষু বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান আজ দুপুরে আজকের পত্রিকাকে বলেন, মামলা নেওয়া হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু