হোম > সারা দেশ > মাগুরা

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মেয়েদের ফ্রি চা দিচ্ছেন ‘মোহামেডান’ 

মাগুরা প্রতিনিধি

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হওয়ায় মাগুরায় চা-দোকানি মোহামেডান ফ্রি চা খাওয়াচ্ছেন মেয়েদের। আজ সোমবার বেলা ১১টা থেকে আর্জেন্টিনার এই ভক্ত এ কার্যক্রম শুরু করেন। 

মেয়েদের শুধু কেন—এই প্রশ্নে মোহামেডান বলেন, গেল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সারা দিন ছেলেদের ফ্রি চা খেতে দিয়েছিলাম। তখন অনেক মেয়েই বলেছিল এই সুযোগ মেয়েদেরও দিতে হবে। এ জন্য কোপা আমেরিকায় সেই সুযোগ দিয়েছি।’ 

মাগুরা শহরের প্রাণকেন্দ্রের ইসলামপুর পাড়াসংলগ্ন মোহামেডানের চায়ের দোকান। আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাল ও দুধ চা বিক্রি করবেন। স্থানীয় স্বাধীন নামে একজন বলেন, ‘মোহামেডান বরাবরই আর্জেন্টিনার ভক্ত। কোপা আমেরিকা শিরোপা জিতেছে, তাই মোহামেডান খুশি। তাঁর খুশিতে আমরাও অবাক হই। সে তার দোকানটাই রং করেছে আর্জেন্টিনার পতাকার রঙে।’ 

দুপুর সাড়ে ১২টায় চা খেতে আসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘চা ফ্রি কি না, জানতাম না। তবে আমিও আর্জেন্টিনার সমর্থক। তাই এই দোকানে বরাবরই চা খেতে আসি বান্ধবীদের নিয়ে। চা খাওয়ার পর বিক্রেতা বলছে টাকা লাগবে না। ফ্রি চা। এটা তো খুব ভালো লাগল।’ 

১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১২ জন মেয়ে চা খেয়েছে বলে জানান বিক্রেতা মোহামেডান। তিনি বলেন, ‘আজ রাত ১২টা পর্যন্ত যত মেয়ে চা খাবে, কাউকে টাকা দিতে হবে না। সবাই ফ্রি খাবে।’

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক