হোম > সারা দেশ > মাগুরা

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজছাত্র নিহত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাপ্পু মীর (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হাসান মিয়া (৪৫) নামের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের আমতৈল-সাচিলাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পাপ্পু মীর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছী পূর্বপাড়া গ্রামের করিম মীরের ছেলে। তিনি দ্বারিয়াপুর সম্মিলনী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাপ্পু মাগুরা থেকে মোটরসাইকেলে চৌগাছী পূর্বপাড়ার নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আমতৈল-সাচিলাপুর সড়কের তারাউজিয়াল গ্রামের পাশের রাস্তা দিয়ে আসা হাসান মিয়ার মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে ফরিদপুর মেডিকেলে পাঠান। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত হাসান মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পাপ্পু মারা গেছেন বলে শুনেছি। কিন্তু এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু