হোম > সারা দেশ > মাগুরা

চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

মাগুরা প্রতিনিধি 

কিশোরের মাথা ন্যাড়া করা হয়। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের চর-যশোবন্তপুর গ্রামে পানির পাম্প চুরি করে বিক্রির সময় জনতার হাতে ধরা পড়েছে ১৭ বছরের এক কিশোর। আজ মঙ্গলবার সকালে উপজেলার তৌফিক কালিশংকপুর বাজারে মোটরটি বিক্রির সময় ধরা সে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তার মাধা ন্যাড়া করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি পানির মোটর (পাম্প) চুরি হয় চর-যশোবন্তপুর গ্রাম থেকে। আজ সকালে তৌফিক কালিশংকপুর বাজারে ওই মোটর বিক্রি করতে গেলে স্থানীয় লোকদের সন্দেহ হয়। এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন উত্তর দিতে থাকে। পরে খবর পেয়ে মোটরের প্রকৃত মালিক ঘটনাস্থলে পৌঁছান এবং সেটি তাঁর বলে শনাক্ত করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা মোটর চুরির অভিযোগে তৌফিককে গণপিটুনি দেন এবং মাথার চুল কেটে দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে মহম্মদপুর থানার এসআই মো. আকাশ বলেন, ‘অভিযুক্ত কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়নি। তবে ছেলেটির বাবা-মাকে থানায় খবর দেওয়া হয়েছে। কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু