হোম > সারা দেশ > মাগুরা

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাঁটুপানি, ভোগান্তি

মাগুরা প্রতিনিধি 

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে হাঁটুপানি জমে গেছে। ছবি: আজকের পত্রিকা

টানা বর্ষণে জলাবদ্ধতায় পড়েছে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। কার্যালয় চত্বরে হাঁটুপানি জমে গেছে, ফলে সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবা নিতে আসা মানুষের ভোগান্তিও বেড়েছে।

জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এ স্থাপনাটি জলাবদ্ধতায় কার্যত অচল হয়ে পড়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা তীব্রতর হয়েছে।

সেবা নিতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাতে যদি এসে ভোগান্তিতে পড়তে হয়, তাহলে তো দুঃখজনক।’

এদিকে পৌরসভা থেকে জানা গেছে, শহরের জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেন নির্মাণের কাজ চলছে।

তবে জনসাধারণের অভিযোগ, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাব এবং সঠিকভাবে কাজ বাস্তবায়ন না হওয়ায় এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে এ সমস্যা আরও প্রকট হবে বলে আশঙ্কা স্থানীয়দের।

এ বিষয়ে মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিনের। তারপরও পৌরসভা কাজ করছে। ইতিমধ্যে কিছু ড্রেনেজ ব্যবস্থার কাজ শেষ হয়েছে। শিল্পসচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বিষয়টি সমাধানে একটি প্রকল্প দেওয়ার কথা বলেছেন। আশা করি, দ্রুতই এটি সমাধান হবে।’

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু