হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় বিএনপি নেতা–কর্মীদের হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

মাগুরা প্রতিনিধি 

নিহত যুবদল নেতা মুন্সী মিরান হোসেন। ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মল্লিকপাড়া জামে মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা–কর্মীদের হামলার শিকার জেলা যুবদলের কার্যনির্বাহী পরিষদের সদস্য মুন্সী মিরান হোসেন (৪৩) মারা গেছেন। ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মিরানের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ এশার নামাজের পর মসজিদ কমিটির সাবেক সভাপতি, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরান হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়। তখন জামিরুলের লোকজন মিরানের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যান। স্থানীয় লোকজন ও স্বজনেরা মিরানকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বজনেরা জানিয়েছেন, মৃত্যুর পর মিরানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। আজ রবিবার বেলা ৩টায় মিরানের মরদেহ এলাকায় আনা হয়। পরে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আসরের নামাজের পর মিরানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

চোখে টর্চের আলো ফেলায় ১ জনকে পিটুনি, হাসপাতালে মৃত্যু