হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া হাইস্কুল মাঠে ডুমুরশিয়া বাজার বণিক সমিতি এ খেলা আয়োজন করে। নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরা ও মানুষকে আনন্দ দিতেই এই খেলার আয়োজন করা হয়। 

প্রতিবছর ১৬ কার্তিক এ লাঠি খেলা হয়। এই খেলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। এ বছর ১০৪তম মেলা অনুষ্ঠিত হয়। 

বাদ্যের তালে তালে নেচে লাঠি খেলে শারীরিক কসরত প্রদর্শন করেন লাঠিয়ালরা। প্রতিপক্ষকে আক্রমণ করা বা আক্রমণ ঠেকানোর কৌশল দেখাতে থাকেন তাঁরা। লাঠি খেলার মূল আকর্ষণ ছিল খুদে নারী লাঠিয়ালরা। 

লাঠিয়াল বাদশা সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও বিনোদন জোগাতে আমরা লাঠি খেলা দেখাই। তাদের আনন্দে আমরাও আনন্দিত হই। এ খেলা আমাদের পূর্ব-পুরুষের। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাটি টিকে থাকবে।’ 

মেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ বলেন, বর্ণিল সাজে লাঠি হাতে ১৩টি দল অংশ নেয় এই খেলায়। লাঠি খেলা ও গ্রাম্য মেলায় দর্শনার্থীদের আনন্দ দিতে এ খেলার আয়োজন করা হয়েছে। 

বাবুখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মীর সাজ্জাদ আলী জানান, বর্তমান ক্রিকেট ও ফুটবলের জনপ্রিয়তায় কোণঠাসা হয়ে পড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। লাঠি খেলাকে গ্রামবাংলার বুকে ধরে রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’

ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে

মাগুরায় তেলবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

টিসিবির ৭৮ টন চাল উদ্ধার

মাগুরার যুবকের বিয়েতে ২ সৌদি নাগরিক

মাগুরায় চুরির অভিযোগে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু