হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুরে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় সৈয়দ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের বাজার রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত সৈয়দ আলীর বাড়ি জাঙ্গালিয়া গ্রামে।

শিশুটির দাদা বলেন, ‘গতকাল বিকেলে আমার ছেলের মেয়ে প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে যায়। এ সময় সৈয়দ আলী তাকে একা পেয়ে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে যায় সৈয়দ আলী।’

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু আহসান জানান, শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, ‘মেয়েটির দাদা আমাকে বিষয়টি জানালে আমি তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিই। ওই শিশুকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, শিশুটি চিকিৎসাধীন। আসামি সৈয়দ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু

‘লালু বলে ডাক দিলেই ছুটে আসে বেজিটি’