হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাহাজাদ জোয়াদ্দার (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত সাহাজাদ জোয়ার্দ্দার ঝিনাইদহ জেলার পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে স্ত্রী ও প্রতিবেশী এক নারীকে নিয়ে ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন সাহাজাদ জোয়ার্দ্দার। লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন সাহাজাদ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের ওসি গৌতম চন্দ্র মণ্ডল বলেন, লক্ষ্মীকান্দর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পণ্যবাহী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মৃত ব্যক্তির স্বাক্ষর জাল: সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএসের প্রার্থিতা বাতিল

ফসলি জমির মাটি ইটভাটায়

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় পেট্রলবোমা হামলায় দুই সরকারি অফিসে অগ্নিকাণ্ড

মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

সালিসের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে আগুন

মাগুরায় খালে ডুবে এক পরিবারের তিন শিশুর মৃত্যু