হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরের ৯৭ কেন্দ্রের ৬৬টি ঝুঁকিপূর্ণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে আজ রোববার ভোট গ্রহণ হবে। এতে ৯৭টির মধ্যে ৬৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ৭টিতে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও নারী সদস্য পদে ৯৬ জন নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। ৪ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্রে এবার কোনো ভোট গ্রহণ করা হচ্ছে না। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৮৩৮ জন। 

খোঁজ নিয়ে জানা যায়, উত্তর চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উত্তর চরবংশী ইউনিয়নে ১৩টির মধ্যে ৮টি, চরমোহনা ইউনিয়নে ১১টির মধ্যে ৬টি, চরপাতা ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কেরোয়া ইউনিয়নে ১২টির মধ্যে ১০টি, বামনী ইউনিয়নের ৯টির মধ্যে ৭টি, দণি চরবংশী ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি, রায়পুর ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘পরিস্থিতি মূল্যায়ন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশের পক্ষ থেকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রের নির্দিষ্ট জনবল ছাড়াও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশের ৪টি দল ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবে। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন