হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

তিন তলার ছাদ থেকে পড়ে কলেজছাত্র নিহত, আটক ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মার্কেটের তিন তলা ছাদ থেকে পড়ে মারা যাওয়া কলেজছাত্র মো. সিরাজ উদ্দিন (মাইকের স্পিকার হাতে)। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি মার্কেটের তিনতলার ছাদ থেকে পড়ে মো. সিরাজ উদ্দিন (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিরাজ তাঁর বন্ধুসহ চারজনে মিলে ছাদে বসে গাঁজা সেবন ও আড্ডা দিচ্ছিলেন। তবে এটি দুর্ঘটনা না কি হত্যাকাণ্ড, পুলিশ তা খতিয়ে দেখেছে।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে শহরের উত্তর তেমুহানী এলাকার একটি মার্কেটের ছাদ থেকে পড়ে যান সিরাজ উদ্দিন। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাতে অবস্থার অবনতি হলে সিরাজকে ঢাকায় নেওয়ার পথে মারা যান।

সিরাজ উদ্দিন পৌর শহরের লিল্লাহ মসজিদসংলগ্ন নাছির উদ্দিনের বাড়ির ট্রাকচালক ফারুকের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সিরাজ নিউ মার্কেটের ছাদে বসে মোবারক, আল আমিন ও ফারুক নামের তিনজন মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা গাঁজা সেবন করেন। একপর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সিরাজ। এ ঘটনার পর তাঁর বন্ধু এবং স্বজনেরা মোবারককে ধরে মারধর করে নিউ মার্কেটে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক মোবারক রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন এবং গাঁজা সেবন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আড্ডার একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে মারা যান। সিরাজের সঙ্গে থাকা মোবারক নামের এক যুবককে মারধর করে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫