হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সৌদিতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সৌদি আরবে নিজের থাকার ঘর থেকে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তবে তিনি যে খামারে চাকরি করতেন, তার কর্তৃপক্ষ বিষয়টিকে আত্মহত্যা দাবি করলেও নিহতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 

এ ঘটনায় সৌদিপ্রবাসী নিহতের জ্যাঠাতো ভাই মানিক ওই খামারের মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত রোববার সকালে দেশটির তায়েফের একটি খামারে এ ঘটনা ঘটেছে। 

নিহত প্রবাসীর নাম আবুল কাসেম (৩০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের শাহে আলম মেম্বার সমাজের আলী হোসেনের বড় ছেলে। মৃত কাসেম এক ছেলে ও কন্যাসন্তান রয়েছে। আবুল কাসেম সৌদি আরবের তায়েফে একটি খামারে কর্মরত ছিলেন। 

পরিবার দাবি, জমি বন্ধক রেখে চাকরির খোঁজে আবুল কাসেম সৌদি আরবে যান। সেখানে একটি কৃষি খামারে চাকরি পেলেও মালিক ভালো মানুষ ছিলেন না। মালিক প্রায়ই তাঁর ওপর নির্যাতন করতেন। মালিক ও তাঁর মিসরীয় কর্মচারীরা তাঁকে নির্যাতন করে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছেন। এখন যত দ্রুত সম্ভব কাসেমের মরদেহ দেশে ফেরত পাঠানো হোক। 

নিহত আবুল কাসেমের বাবা আলী হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল কাসেম আড়াই মাস আগে জমি বন্ধক রেখে ৫ লাখ টাকা খরচ করে সৌদিতে গেছে। সেখানে একটি খামারে কাজ করত। বিদেশ যাওয়ার পর থেকে সেই দেশের মালিক তাকে অত্যাচার করত। আমার ছেলেকে মেরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’ 

কাসেমের জ্যাঠাতো ভাই সৌদিপ্রবাসী আ. মানিক বলেন, ‘যদি তাঁকে (কাসেম) হত্যা করা না-ও হয়, তবে মালিকের অস্বাভাবিক নির্যাতন সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। তাই সেই অভিযোগে মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ করেছি।’ 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘সৌদিতে এক প্রবাসীর মৃত্যুর খবরটি জানার পর খোঁজ নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে তাদের আইনগত সহায়তা দেওয়া হবে।।’ 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন