হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কালভার্ট ধসে লক্ষ্মীপুর-সোনাপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

কালভার্ট ধসে পড়ে লক্ষ্মীপুর-সোনাপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তিন দিন আগে লক্ষ্মীপুরের আলেকজান্ডার-সোনাপুর সড়কের ওপর নবিয়ল মোড়ে নির্মিত কালভার্টটি ধসে পড়ে।

স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের তীব্র স্রোতে আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের কালভার্টের একটি অংশ ধসে পড়ে। তাতে ওই সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন কয়েকজন শ্রমিক সংস্কার করে অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখেন। কিন্তু প্রতিদিন দুবারের অস্বাভাবিক জোয়ার ও পানির তীব্র স্রোতে সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ কারণে গত বুধবার আবার কালভার্টের বেশির ভাগ অংশ ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা জাফর আহমদ গনি বলেন, কালভার্ট ধসে পড়ায় স্থানীয়রা গাছ বা বাঁশ দিয়ে সড়কের দুপাশে ব্যারিকেড দিয়েছে। বিকল্প হিসেবে নুরিয়া হাজিরহাট থেকে ভাই ভাই তেমুহনী সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু সেই সড়কটি ব্যবহার করা যাচ্ছে না। ইতিমধ্যে কালভার্টের পাশ দিয়ে বাঁশ দিয়ে কিছু মানুষ অনেক ভয় নিয়ে যাতায়াত করছে। তবে কবে নাগাদ কালভার্টটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ছাড়া শিক্ষক নুরুল আলম ও জামাল উদ্দিনসহ কয়েকজন জানান, কালভার্টটি ধসে পড়ায় এখন চলাচল বন্ধ রয়েছে। এখন বাড়তি পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তা ঘুরে গন্তব্যে যেতে হয়েছে। দ্রুত কালভার্ট ও সড়কটি সংস্কার করা প্রয়োজন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সড়ক ও জনপথ বিভাগ সড়ক ও কালভার্টটি সংস্কারে কাজ শুরু করবে বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে বিকল্প হিসেবে একটি বেইলি ব্রিজ স্থাপনের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত কালভার্ট-সড়ক নিয়ে কাজ করা হচ্ছে। কালভার্ট ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মেরামতের কাজ চলছে। পাশাপাশি একটি বেইলি ব্রিজ দ্রুত সেখানে স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার