হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ ৭১৯ জনের নামে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সদর থানার পুলিশের উপপরিদর্শক অনবিক চাকমা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় ১৯ জনের নামে ও ৭০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যতম আসামিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ প্রমুখ। 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মামলার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়।’ 

ওসি ইয়াছিন ফারুক আরও বলেন, ‘দায়িত্বরত পুলিশের কাজে বাধা ও হামলা চালিয়ে আট পুলিশকে আহত করার ঘটনায় ৭১৯ জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫