হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মেঘনায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজের ঘটনায় বাবার মরদেহ উদ্ধার 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজের মধ্যে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকা থেকে নৌ পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এর আগে গত শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিখোঁজ হয় বাবা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ হয়। তাঁরা উপজেলার চর ফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায় নদীতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কায় ৬ জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়। 
 
স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাতব্বরহাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ ছেলে নুর উদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন