হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

লক্ষ্মীপুর প্রতিনিধি

রিনা বেগমের জখম হওয়া পা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে এক ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

দাম্পত্য কলহের জেরে গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত রিনা বেগম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার কসাইবাড়ির আলমগীর হোসেনের স্ত্রী। পেশায় নির্মাণশ্রমিক আলমগীর স্ত্রী-সন্তানদের নিয়ে কালু হাজী সড়কের ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ ও রিনার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাওয়া শেষে রিনা ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী আলমগীর পরে বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর ওপর হামলা চালান। একপর্যায়ে তিনি আহত রিনাকে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে প্রতিবেশীরা এসে ওই নারীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, ‘রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ। ঢাকা থেকে এসে থানায় মামলা করা হবে। কোনো কারণ ছাড়া আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে মাদক সেবনের সঙ্গে জড়িত।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, রিনা বেগম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দেন আলমগীর হোসেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

কমলনগরে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু