হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শপথ নেওয়ার আগেই মারা গেলেন নবনির্বাচিত চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিনিধি

শপথ নেওয়ার আগে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইছমাইল হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের আধুনিক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান। 

মাহাবুবুর রহমান জানান, ইছমাইল হোসেন নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফার ইউপি নির্বাচনে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ থেকে ইছমাইল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন ইছমাইল হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। 

এর আগেও ২০১১ সালে ওই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে ২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে ছিলেন তিনি। তখন অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানের কাছে পরাজিত হন তিনি। 

দিঘলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি বেদনাদায়ক। তিনি আমার সঙ্গে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এখনো শপথ নেননি। এর আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এ মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না।’ 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন