হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সৎমাসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

পারিবারিক বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে সৎমাসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক তারেকুর রহমান আরিফকে (২৫) আটক করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের কাঠমিস্ত্রি সিডু মিয়ার স্ত্রী সোকিনা বেগম (৪০), তাঁর শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। আর ঘাতক রিপন সিডু মিয়ার আরেক সংসারের ছেলে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। এর মধ্যে একজন নারী, তার শিশুছেলে এবং নাতনি রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মগে পাঠানো হবে।’ এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

স্থানীয়রা জানায়, সিডু মিয়া (মিস্ত্রি) আরেকটি সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি তাঁর সৎমা, ছোট ভাই এবং ভাগনিকে কুপিয়ে হত্যা করেন। 

হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলে। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁকে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় সিডু মিয়া বাড়িতে ছিলেন না। 

উপজেলার চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়েছে।’

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার