হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ঘন কুয়াশা ও নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। ৬ ঘণ্টা অপেক্ষার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তাঁরা জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘাটে অপেক্ষমাণ ভোলাগামী যাত্রী মো. সফিকুল ইসলাম ও মাসুদ আলম জানান, রাত ২টা থেকে ঘাটে অপেক্ষা করছিলেন। ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে তাদের চরম কষ্ট পোহাতে হয়েছে।

এদিকে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন বিকেল থেকেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। শীতের তীব্রতায় শ্রমজীবী মানুষ কাজ করতে পারছেন না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন তাঁরা। শিশু ও বৃদ্ধদের মধ্যে শীতজনিত অসুস্থতা দেখা দিয়েছে। নদীতীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, শুক্রবার সকাল ৬টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবহাওয়া রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকবে। পাশাপাশি সপ্তাহজুড়ে কুয়াশা পড়বে।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫