হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মিরন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি মো. মিলন ওরফে সিএনজি মিলন ও রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল হোসেন, জসিম উদ্দিন, মো. শাহজাহান, ফয়সাল খান জয়, মো. মিলন প্রকাশ সিএনজি মিলন, আল আমিন, বরকত, নিশান, রুবেল, চরচামিতা সুমন ও লোকমান।

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আলমগীর, মাহফুজ আলম বেরাইজ্জা সুমন, মামুন, জুয়েল হোসেন, কাউসার হোসেন রাজন, শাহ আলম পাটওয়ারী সোহাগ, আলাউদ্দিন সুমন, কাউসার, রিপন, সামছুদ্দিন সামু ও কামাল খান।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় মো. মিলন ওরফে সিএনজি মিলন ও রুবেল হোসেন নামের দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এই রায়ে রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দুই দিন পর ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে ২০২০ সালের ৬ জুলাই ২২ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর আগে মামলার তিন আসামি আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে কালা শাহাদাত, ইলিয়াস কোবরা ও খোরশেদ আলম মারা যান।

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ