হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা, স্বামী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নিহতের ভাই বাদী হয়ে নিহতের স্বামীসহ তিনজনকে আসামি করে রামগতি থানায় মামলা করার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত গৃহবধূর স্বামী ও মামলার প্রধান আসামি সিহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

নিহতের ভাই মামলার বাদী ইকবাল হোসেন বলেন, বিয়ের পর থেকে সিহাব উদ্দিন কারণে-অকারণে শাহনাজকে বকাঝকা ও মারধর করতেন। ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার সকালে শাহনাজকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার সুজন গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে পাশের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন সিহাব উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকালে বাসায় ছাগলের মাংস কাটছিলেন সিহাব। এ সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে একপর্যায়ে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি। সিহাবের বাড়ি উপজেলার শ্যামল গ্রামে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন