হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

‘আমার ও আমার ছেলের স্বপ্নকে গাড়ি চাপা দেওয়া হয়েছে’

মো. ফারুক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

‘আমার ছেলে বড় হয়ে জজ হতো, অনেক বড় বিচারক হতো। কিন্তু আমার স্বপ্ন, আমার ছেলের স্বপ্নকে গাড়ি  চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি এটাকে দূর্ঘটনা বলি না, যে চালকের কোন লাইসেন্স নেই, সে কোন গাড়ি  চালকই নয়। তাহলে কিভাবে সে সিটি কর্পোরেশনের গাড়ি চালায়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

কথাগুলো বলেছেন,গাড়ি চাপায় নিহত নটরডেমের শিক্ষার্থী নাঈম হাসানের বাবা অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক শাহ আলম দেওয়ান।

বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলার কাজীরখীল গ্রামের দেওয়ান বাড়ীর পারিবারিক কবরস্থানে লাশ দাফন শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা নটরডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মামা কুমিল্লা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ ও রামগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহম্মেদ জানান, খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন নাঈম হাসান (১৮)। ছোট বেলা থেকে নাঈম হাসানের ঢাকায় বেড়ে ওঠা। দুই ভাই মুনতাসির মামুন শাহরিয়ার ও নাঈম হাসান ছোট বেলা থেকেই মা বাবার সাথে ঢাকা বসবাস করতেন।

রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও একই বাড়ির নাঈম হাসানের চাচা দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু জানান, মেধাবী হওয়ার কারনে নাঈম হাসানকে ঢাকা থেকে এনে পূর্ব কাজীরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করাই। ঐ বিদ্যালয় থেকে পিএসসিতে সর্বোচ্চ মার্কস পেয়ে জিপিএ ৫ অর্জন করে। খুব হাসিখুশি ছেলেটিকে আজ কবরে দিয়ে আসলাম।

নাঈম হাসানের বাবা শাহ আলম বলেন, ‘আমি সেনাবাহিনী থেকে অবসরগ্রহণ করার পর ঢাকার নীলক্ষেতে সৈনিক বুক সেন্টার দিয়ে বইয়ের ব্যবসা করে আসছি। দীর্ঘদিন ঢাকার কামরাঙ্গির চরের ঝাউলাহাঁটি এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছি। আমার স্ত্রী জান্নাতুল ফেরদাউস একজন গৃহিনী।’   

শাহ আলম আরও বলেন, ‘গাড়ি চাপায় আমার ছেলে নাঈম হাসান মারাত্মক আহত হলে সেখান থেকে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রাত ১০টায় আমি বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করি। এর আগে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ গাড়ি চালক রাসেল মিয়াকে আটক করে।’   

নাঈম হাসানের মামা ফারুক আহম্মেদ জানান, কামরাঙ্গির চর ঝাউলাহাঁটি শাহী জামে মসজিদের সামনে নাঈম হাসানের জানাজা শেষে রাত ২টায় আমরা তাঁর নানার বাড়ী রামগঞ্জ উপজেলার সমেষপুর মিঝি বাড়িতে নিয়ে যাই। সেখানে দোয়ার অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি কাজীরখীল গ্রামের দেওয়ান বাড়ীর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এসময় তিনি গুলিস্তানের যে স্থানে তাঁর ভাগিনা নাঈম হাসান গাড়ি চাপায় মারা যায় সেখানে একটি স্মৃতি ফলক ও নটরডেম কলেজেও একটি ফলক নির্মানের দাবী জানান।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু