হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে এবং সারা দেশে বিভিন্ন শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

পদত্যাগ করা নেতা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. হেমায়েত। কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। 

গতকাল মঙ্গলবার রাত ১০টায় তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘আমি মো. হেমায়েত, ২ নং নোয়াগাঁও ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম’—এমন পোস্ট দেন। 

পদত্যাগের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ করেও একটি পোস্ট ফেসবুকে প্রকাশ করেন। সেখানে তিনি ‘কাহারো আদরের সন্তান এবং কোন ভাইয়ের আদরের বোন’ শীর্ষক পোস্ট করেন। 

এ ঘটনায় পদত্যাগকারী ছাত্রলীগ নেতা মো. হেমায়েত ফেসবুক মেসেঞ্জারে বলেন, ‘যে সিদ্ধান্ত নিয়েছি, স্বেচ্ছায় নিয়েছি। ভাই আমি ব্যস্ত আছি, পরে কথা বলব।’ 

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল পাটোয়ারী বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’ 

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউজ্জামান অপু মাল বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে সে পদত্যাগ করেনি। ফেসবুকে পোস্ট দিয়ে পদ থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আমি শুনেছি।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫