হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাওয়ার কথা অস্বীকার করায় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের উত্তর তেমহুনী গিয়ে শেষ হয়।

একই দাবিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পৃথকভাবে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক সরোয়ার হোসেন, এনামুল হক, রিমন হোসেন, কামরুল হাসান, সাইফুল ইসলাম, পিংকু পাটওয়ারীসহ অনেকে।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তখন রাষ্ট্রপতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। অথচ এখন তিনি তা অস্বীকার করে শপথ ভঙ্গ করছেন। তাঁর এই বক্তব্য উদ্দেশ্যেপ্রণোদিত বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করার পাশাপাশি স্বৈরাচারের পক্ষ নিয়েছেন। তাই তিনি এই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন