হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিয়ের ৫ মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

বিয়ের পাঁচ মাসের মাথায় লক্ষ্মীপুরের রায়পুরে শ্বশুরবাড়িতে এক যুবকের ঝুলন্ত লাশ মিলেছে। আজ মঙ্গলবার উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর তাঁর শ্বশুরবাড়ির লোকজন লাপাত্তা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত হারুনুর রশিদ (৩৩) সদর উপজেলার রসুলগঞ্জ ইউনিয়নের চররুহিতা গ্রামের মান্নানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। প্রায় পাঁচ মাস আগে রায়পুরের চরবংশী ইউনিয়নের মনছুরের মেয়ে বৈশাখী আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে স্বজনেরা জানান।

হারুনের মা কহিনুর বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকে হারুনের স্ত্রী বৈশাখী হারুনের সঙ্গে খারাপ আচরণ করত। বৈশাখী ঠিকমতো সংসারের দায়িত্ব পালন করত না। তাদের সংসারে অশান্তি লেগে ছিল।’

তিনি আরও বলেন, গতকাল সোমবার রাতে হারুন তাঁর ছোট শ্যালিকা প্রিয়ার জন্মদিনের অনুষ্ঠানে যায়। সেখানে তাঁর স্ত্রীর বড় বোনের জামাই জুয়েলসহ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাত ৩টার দিকে শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে হারুনের মৃত্যুর খবর পান।

‘হারুনকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে’ বলে অভিযোগ করে হারুনের ভাই রিয়াজ বলেন, ‘আমার ভাইয়ের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে রায়পুরের হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, ‘জানতে পেরেছি, স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হারুনের ঝগড়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরিবারে পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার