হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিকল ট্রলার নিয়ে ১০ দিন সাগরে ভাসা ২২ মাঝি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সাগর থেকে উদ্ধার হওয়া জেলেরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার উপকূলে বিকল ট্রলার নিয়ে ১০ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ২২ মাঝিকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাঁরা সবাই লক্ষ্মীপুরের বাসিন্দা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে জানা যায়, ‘এফবি রাইসা-১’ নামের একটি ফিশিং ট্রলার উপকূলের এলিফ্যান্ট পয়েন্ট থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিকল ট্রলারসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিকেলে তাঁদের কক্সবাজার বিসিজি স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, ট্রলারটি ১১ মার্চ নোয়াখালী উপকূল থেকে মাছ ধরার জন্য সাগরে যায়। ১৪ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে এটি সমুদ্রে ভাসতে থাকে। পরে জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর ৯৯৯ নম্বরের মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হন।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫