লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জামিল হোসেন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ব্রাইট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জামিল চরবংশী গ্রামের মাঝিবাড়ির জাকির মাঝির ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশু জামিল বাড়ি থেকে বের হয়ে খাসেরহাট ব্রাইট স্কুলের সামনে যায়। এ সময় একটি অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।