লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রটি স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার চৌধুরীবাজারে দোকানপাট বন্ধ রেখে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। পরে কমলনগর-মতিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় বক্তারা বলেন, ‘উপজেলার হাজিরহাট, চরমার্টিন, লুধুয়া, নাছিরগঞ্জসহ মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলে চুরি, ডাকাতি, জলদস্যুর উৎপাতের কারণে ২০০৭ সালে হাজিরহাট পুলিশের তদন্তকেন্দ্রটি স্থাপন করা হয়। এর পর থেকে তুলনামূলক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। পরে এলাকাবাসীর উদ্যোগে এক একর জমি পুলিশ তদন্তকেন্দ্রের জন্য দেওয়া হয়।’
বক্তারা আরও বলেন, ‘জমি দেওয়া হলেও পুলিশ তদন্তকেন্দ্রের ভবন নির্মাণ না করে স্থানীয় ইউপি কার্যালয়ে এর কার্যক্রম চলে। ইতিমধ্যে হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রটি অন্যত্রে সরিয়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। যদি এই তদন্তকেন্দ্রটি সরিয়ে নেয়, তাহলে এ এলাকায় চুরি, ডাকাতি, জলদস্যুর উৎপাত আবারও বাড়বে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে।’ এরপরও যদি পুলিশ তদন্তকেন্দ্র অন্যত্রে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরমার্টিন ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আলী আহমদ, ব্যবসায়ী বেলায়েত হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইমান আলী, রাকিব হোসেন, আবদুল মজিদ প্রমুখ।
এ দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেখানে হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্র রয়েছে, সে ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ঝুঁকিপূর্ণ রয়েছে। তারপরও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তদন্ত কেন্দ্রটি যেন সরিয়ে নিতে না হয়, সেটা চেষ্টা করা হবে।’ পুলিশ সব সময় স্থানীয় জনতার পাশে আছে, ভবিষ্যতে থাকবে বলে আশা করেন পুলিশের এই কর্মকর্তা।